চাই সমন্বিত, শিক্ষার্থীবান্ধব ভর্তি পরীক্ষা

প্রথম আলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রকাশিত: ১২ জুন ২০২২, ০৮:২৭

বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য কোথাও কোথাও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, কোথাও শেষও হয়েছে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে মাত্রই তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দুই-তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির কার্যক্রম শেষ হব।


উচ্চশিক্ষায় ভর্তি মানেই শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা। বেশির ভাগ শিক্ষার্থীকেই একসময় ভর্তি পরীক্ষা দিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে হতো। শারীরিক মানসিক চ্যালেঞ্জ তো ছিলই, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতেন শিক্ষার্থীরা। কয়েক বছর ধরে আলোচনা-সমালোচনার পর সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এখন কয়েকটি গুচ্ছে ভাগ হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এবার নতুন তিনটি বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয় তিনটি গুচ্ছে ভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে। ফলে একটি পরীক্ষা দিয়েই পরীক্ষার ফল ও পছন্দ অনুযায়ী গুচ্ছে থাকা যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন একজন শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও