ভোটকেন্দ্র দখলে রাখতে একেকজন দুই–তিনটি গুলি করেছিলেন
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১৫ মাস আগে চন্দনাইশ পৌর নির্বাচনে ভোটকেন্দ্র দখলে ভাড়ায় খাটার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অস্ত্রধারীদের আরেকজন। শওকত হোসেন (৩২) নামের এ অস্ত্রধারী চক্রটির নেতা।
চন্দনাইশে পৌর নির্বাচনের দিন এই চক্রের সদস্যরা একেকজন দুই থেকে তিনটি করে গুলি করেছিলেন। পরে তাঁরা জানতে পারেন, আহত ব্যক্তিদের অনেকের মধ্যে একজন কলেজছাত্র মারা গিয়েছিলেন।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে অস্ত্রধারী শওকত হোসেন জবানবন্দিতে এ তথ্য দেন।
গত বুধবার রাতে শওকতসহ তিন অস্ত্রধারীকে নগরের লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাকি দুজন হলেন কামরুল আজাদ ওরফে সুমন (৩২) ও আজাহার উদ্দিন (৩২)।