You have reached your daily news limit

Please log in to continue


শতবর্ষী জাম গাছের অলৌকিক রহস্য!

গাছের প্রাণ আছে একথা প্রমাণ করে গেছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। গাছ কথা বলতে পারে না। তবে প্রাণ থাকলেও গাছ মানুষের আচরণে বুঝতে পারে না এটিই সবার জানা। 

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউপির উত্তর পুরুরা গ্রামে রয়েছে এমন একটি জাম গাছ যেখানে মানুষকে সংযত আচরণ করতে হয়। যুগের পর যুগ চলে আসছে এই রীতি। যদি এই সংস্কারকে অগ্রাহ্য করে কেউ গাছে চড়ে বা অশ্রদ্ধা-অভক্তি করে তাহলে তার ক্ষতি হয়ে যায় এমনই বিশ্বাস এখানকার মানুষের। 

এ পর্যন্ত যারাই রীতি ভেঙে এই গাছে চড়েছেন তারা সপাৎ করে ছিঁটকে পড়ে গেছেন শতবর্ষী এ গাছ থেকে। গ্রামবাসীর মাঝে এমনই অলৌকিকতা জড়িয়ে আছে এই গাছকে ঘিরে। যদিও এর আগে কেউ এই গাছ থেকে পড়ে মারা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন