![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftrain-deat-20220611154446.jpg)
কানে মোবাইল, লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার টেংরাইল গ্রামের সামছু মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওভার ব্রিজ ব্যবহার না ফোনে কথা বলতে বলতে রেললাইন হচ্ছিলেন লিটন হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।