![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/06/11/munshiganj-ferry-110622-01.jpg/ALTERNATES/w640/munshiganj-ferry-110622-01.jpg)
পদ্মায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দিগামী একটি ফেরিতে অগ্নিকাণ্ড হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শনিবার ভোর পৌনে ৫টায় ফেরিটি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। এর পনের মিনিট পর ফেরির ক্যান্টিনের পাশে একট কেবিনের উপরের সিটে আগুন লাগে।
এ সময় ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ওই কেবিনটির বিছানা, সিলিং, দরজা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরিতে আগুন
- ফেরি বিকল