কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অতৃপ্ত মনে পরের ম্যাচে তাকিয়ে এমবাপে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুন ২০২২, ১২:২১

অস্ট্রিয়ার বিপক্ষে ড্র করা ফ্রান্সের মতো দলের জন্য প্রায় হারের সমানই। তবু বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা যে হারতে হারতে একটি পয়েন্ট অন্তত মিলেছে। সেই পয়েন্ট পেয়ে স্বস্তি কিছুটা পাচ্ছেন কিলিয়ান এমবাপে, তবে মন ভরেনি তার স্বাভাবিকভাবেই। পরের ম্যাচটি জিততে তাই মুখিয়ে আছেন তারকা এই ফরোয়ার্ড।



নেশন্স কাপের ম্যাচে শুক্রবার ভিয়েনায় ১-১ গোলে ড্র হয় অস্ট্রিয়া ও ফ্রান্সের ম্যাচ। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর এমবাপের দুর্দান্ত গোলে ফ্রান্স সমতা ফেরায় ৮৩তম মিনিটে।


হালকা চোট ও লম্বা ক্লাব মৌসুমের ক্লান্তির কারণে বিশ্রাম দিতে এমবাপেকে এ দিন শুরুর একাদশে রাখেননি ফরাসি কোচ দিদিয়ে দেশম। অবস্থা বেগতিক দেখে ৬৩ মিনিটে তাকে নামাতেই হয়। ২৩ বছর বয়সী ফরোয়ার্ডই শেষ পর্যন্ত হয়ে ওঠেন দলের ত্রাতা।


চার মিনিট পর অবশ্য দলকে জেতানোর সুযোগও পেয়েছিলেন এমবাপে। করিম বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে শট নিয়েছিলেন তিনি, কিন্তু অস্ট্রিয়া গোলকিপারের হাত ছুঁয়ে বারে লেগে বল আর ঢোকেনি জালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও