আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

জাগো নিউজ ২৪ নীলফামারী প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৯:২৯

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রায়হান আলী (১৯) নামে গ্রেফতার ওই তরুণ নীলফামারীর জলঢাকার পশ্চিম খুটামারার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।


শুক্রবার (১০ জুন) অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নীলফামারী জেলার জলঢাকা থানাধীন খুটামারা মৌলবীবাজার এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রায়হান আলী আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার সহযোগীরা দেশ থেকে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও