বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করছে মালয়েশিয়া

প্রথম আলো মালয়েশিয়া প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৯:০০

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করছে মালয়েশিয়া। খবর আল–জাজিরার
মালয়েশিয়ায় বিদ্যমান আইন অনুযায়ী, হত্যা-সন্ত্রাসবাদসহ ১১টি অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে বিচারপতিদের বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড প্রদান করতে হয়।


এখনই সেই বিধান বিলোপ করতে যাচ্ছে দেশটির সরকার। বিধানটি বিলোপের পর কোন অপরাধীর জন্য কোন সাজা যথার্থ হবে, সে বিষয়ে বিচারপতিরাই সিদ্ধান্ত নিতে পারবেন।


এক বিবৃতিতে মালয়েশিয়ার আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর বলেন, বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিকল্প নিয়ে বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করেছে সরকার। এখন প্রস্তাবিত বিকল্প সাজাগুলো বিবেচনা করা হবে। আরও ২২টি অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও