কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিষিদ্ধ পলিথিন ব্যবহার উৎসাহিত হবে

সমকাল প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৭:২৫

বাংলাদেশ ২০০২ সালে প্রথমবারের মতো পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু তাতে দেশে পলিথিনের ব্যবহার কমেনি, বরং বেড়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে এর ব্যবহার বেড়েছে তিন গুণেরও বেশি। এবারের বাজেটে পরিবেশের জন্য এসেছে বড় দুসংবাদ। সব ধরনের পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ (ওভেন পল্গাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রীর ওপর বিদ্যমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দেশে পলিথিন ব্যাগের দাম কমবে বলে মনে করা হচ্ছে। ফলে বাড়বে পলিথিনের ব্যবহার ও পরিবেশ দূষণ।


এ দিকে পরিবেশ খাতের প্রস্তাবিত বাজেট বরাবরের মতোই চমকহীন। ২০২২-২৩ অর্থবছরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবিত মোট বাজেট বরাদ্দ ১ হাজার ৫০১ কোটি ২৬ লাখ টাকা। উন্নয়ন খাতে ১৮৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দকে অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা। 



বাড়বে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, বাড়বে দূষণ: চলতি বছরে বিশ্বব্যাংকের এক গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশম স্থানে রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে এর ব্যবহার তিন গুণের বেশি বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও