সমুদ্রের তলদেশে পাওয়া গেল ‘সোনাভর্তি’ জাহাজ
বহু বছর আগে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ সান জোসে গ্যালিয়নের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি দুটি সামুদ্রিক জাহাজের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজ দুটিতে ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেনের বিখ্যাত সান জোসে গ্যালিয়ন জাহাজটি কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দিয়েছিল। কয়েক শ বছর পর ২০১৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, একটি রিমোট নিয়ন্ত্রিত যান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। যানটি প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে গিয়ে ভিডিও ধারণ করে ফিরে আসে। ওই ভিডিওতেই জাহাজ দুটি দেখা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সোনা উদ্ধার
- জাহাজ উদ্ধার