কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়িতেই বানান আইসক্রিম কেক

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৬:০৯

উপকরণ: হুইপিং অথবা হেভি ক্রিম ২ কাপ, কনডেনসড মিল্ক ১ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।


প্রণালি: বোলটি প্রথমে ফ্রিজে আধা ঘণ্টা রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ওই বোলের মধ্যে হুইপিং ক্রিম বা হেভি ক্রিম দিয়ে এমনভাবে বিট করতে হবে, যেন একদম হালকা ফোমের মতো হয়। এরপর কনডেনসড মিল্ক আর ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে অল্প কিছু সময় বিট করতে হবে। অল্প পরিমাণ মিশ্রণ নজেলে ভরে ইচ্ছেমতো ডিজাইন করতে হবে। ডিজাইনটি যাতে ভেঙে না যায়, সে জন্য চারদিকে কাঠি আর সেলোফিন পেপার দিয়ে ঢেকে সারা রাত ডিপ ফ্রিজে অথবা ৬–৭ ঘণ্টা ডিপে রেখে দিতে হবে। পরে মোল্ড থেকে বের করে কেটে কেটে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও