বাজেটে আপনার জন্য কী আছে
নতুন অর্থবছরের বাজেটে (২০২২–২৩) নানা খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আবার ব্যবসার ক্ষেত্রে দেওয়া হয়েছে নানা ধরনের করছাড়। কিছু পণ্য ও সেবার ওপর অর্থমন্ত্রী কর ও শুল্ক বাড়িয়েছেন। কিছু পণ্য ও সেবার শুল্ককর কমিয়েছেন।
ফলে ওই সব পণ্যের দাম বাড়তে বা কমতে পারে, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। বর্তমান সংকটময় পরিস্থিতিতে অর্থমন্ত্রী চান ব্যবসা-বাণিজ্য চাঙা হোক। সে জন্য নিয়েছেন কিছু পদক্ষেপ। এ আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত বাজেটের পদক্ষেপগুলো। আপনার জন্য বাজেটে অর্থমন্ত্রী কী কী রেখেছেন, তা একনজরে দেখে নিতে পারেন।