ইসলাম অবমাননার অভিযোগে আফগান মডেলকে গ্রেপ্তার করল তালেবান

সমকাল আফগানিস্তান প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৫:২৪

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে এক আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে তালেবান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


গ্রেপ্তার মডেলের নাম আজমল হাকিকি। তার তিন সহকর্মীকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কাবুলভিত্তিক সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব আজমল গত সপ্তাহে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন।



অভিযোগ, ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে আজমল ও তার তিন সহকর্মী ইসলাম ধর্মের অবমাননা করেছেন।৫ জুন আরেকটি ভিডিও পোস্ট করেন আজমল। এটিতে তিনি আগের ভিডিওর জন্য ক্ষমা চান। পরে ৭ জুন আজমল ও তার তিন সহকর্মীকে গ্রেপ্তার করে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স। গ্রেপ্তারের কারণ হিসেবে বলা হয়, ইসলামের মূল্যবোধ অবমাননা করেছেন তারা।



একই দিন আজমলের আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওতে তাকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও