![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F07%252F22%252F1a37858a5335697c3b93865fdbcf45ed-597365901c4f8.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ইসির নির্দেশের পরও নির্বাচনী এলাকায় আছেন সংসদ সদস্য বাহাউদ্দিন
নির্বাচন কমিশনের নির্দেশনার পরও কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়েননি কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ নির্বাচনী এলাকার বাইরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার হোটেল নূর মহলে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেল চারটা থেকে তিনি নগরের রামঘাট দলীয় কার্যালয়ে অবস্থান করেন।
সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাড়ি কুমিল্লা নগরের মুন্সেফ বাড়িতে।