শ্রীলঙ্কায় নাগরিকদের মধ্যে পাসপোর্ট তৈরির হিড়িক
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলা শ্রীলঙ্কায় নাগরিকদের মধ্যে পাসপোর্ট করার হিড়িক পড়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগে দৈনিক পাসপোর্ট ইস্যুর পরিমাণ ২৫০ শতাংশ বেড়েছে।
অর্থনৈতিক সংকটের কারণে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার মধ্যে কর্মসংস্থানের খোঁজে দেশের নাগরিকরা দেশের বাইরে ছুটছেন। পর্যটন খাত থেকে আসা আয় আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হলো দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পর্যটক আসায় ভাটা পড়ে। তাতে অর্থনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠে।