‘জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি’

যুগান্তর ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৯:৫০

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। তার জন্ম না হলে স্বাধীন পতাকা পেতাম না।



বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ অনুষ্ঠান আয়োজন করে। 


খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গার্মেন্ট শিল্প স্থাপন, জনশক্তি রপ্তানি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি শুরু হয়। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ বাংলাদেশের প্রতিটি খাত নতুনত্ব লাভ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও