সাকির ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি গণতন্ত্র মঞ্চের

সমকাল পল্টন থানা প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৯:৪৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। 



বুধবার রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা।



সমাবেশে বক্তারা বলেন, সীতাকুণ্ডের ঘটনায় মানবিক সহায়তা দিতে যাওয়া জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে রাজনৈতিক দলগুলোর ঐক্য সরকারের মনে ভীতির সঞ্চার করেছে। এ জন্য নার্ভাসনেস থেকে তারা বেপরোয়া হয়ে উঠছে। তবে হামলা করে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বন্ধ করা যাবে না।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর বহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রমুখ বক্তব্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও