কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অজ্ঞান-মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ৪৪ জন গ্রেপ্তার

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৮ জুন ২০২২, ২১:২১

রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ৪৪ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে এসব অভিযান পরিচালনা করে ৮টি ছুরি, ৪টি ক্ষুর, ৩টি অ্যান্টিকাটার, ১টি তার, ৪টি গামছা, ১৯টি বিষাক্ত মলম, ১৫টি মুঠোফোন, ১৪টি সিমকার্ড, ৭৬০ গ্রাম গাঁজা ও ১৪ হাজার ৬০৫ টাকা উদ্ধার করা হয়েছে।


আজ বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলী র‍্যাব-৩–এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে র‍্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির সদস্যরা স্বীকার করেছেন, রাজধানীর লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘোরাফেরা করেন।


তাঁরা সরল যাত্রীদের লক্ষ্য করে (টার্গেট) তাঁদের ডাব, কোমলপানীয় কিংবা পানির সঙ্গে বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করেন। তিনি বলেন, কখনো আবার যাত্রীবেশে লঞ্চ, বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে তাঁদের নাকের কাছে চেতনানাশক ওষুধ ভেজানো রুমাল দিয়ে যাত্রীদের অজ্ঞান করেন। যাত্রী অজ্ঞান হয়ে গেলে তাঁর সব কিছু কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যান অজ্ঞান পার্টির সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও