‘কোরবানির ঈদে মসলার দাম বাড়ার শঙ্কা নেই’
কোরবানির ঈদ সামনে রেখে বাজারে মসলার কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ। এসময়ে মসলার দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।
বুধবার (৮ জুন) এফবিসিসিআই আয়োজিত ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশির উদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে যদি কোনো ব্যবসায়ী অসৎভাবে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালান, তবে সমিতির নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ব্যবসায়ীদর সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে সারাবিশ্বই একটি অস্বাভাবিক পরিস্থিতি পার করছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে