You have reached your daily news limit

Please log in to continue


বিজেপিকে উগ্রবাদী বলল জামায়াত, ঢাকায় ঝটিকা মিছিল

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ও মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে পৃথক মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় মহাখালীর কলেরা হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের হয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়। পৌনে নয়টার দিকে আরেকটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে বের হয়ে যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় এসে শেষ হয়। এ সময় আশপাশে কোনো পুলিশ ছিল না।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাখালীর মিছিলে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম নেতৃত্ব দেন। যাত্রাবাড়ীর মিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। মিছিল শেষে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যও দেন।

যাত্রাবাড়ীর সমাবেশে শফিকুল ইসলাম (মাসুদ) বলেন, ‘নূপুর শর্মা ও নবীন জিন্দালের এই বক্তব্য মোদির (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) দৃষ্টিভঙ্গির বাইরের কোনো বক্তব্য, এটা আমরা মনে করি না। তাই শুধু নূপুর শর্মা ও নবীন জিন্দালকে নয়, গোটা বিজেপি ও মোদিকে আইনের আওতায় নিয়ে এসে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন