অনলাইনে নজরদারি ঠেকাবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৭:৩১
গুগল, অ্যাপল, ফেসবুক, আমাজনসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়মিত ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে থাকে। ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস সংরক্ষণের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ জানতেই এমনটি করে তারা। আর এ কারণে অনলাইনে কোন তথ্য খোঁজ করলেই পরে সে বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো।
অনেক ওয়েবসাইট আবার ব্যবহারকারীদের অনুমতি নিয়েই তাদের ইন্টারনেট সার্চ ইতিহাস সংগ্রহ করে। অনুমতি নিয়ে বা গোপনে যেভাবেই হোক না কেন সংগ্রহ করা তথ্য বা কুকিজ সংরক্ষণ করে গোপনে নজরদারি করে প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ব্রাউজারের কুকিজ মুছে ফেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।