You have reached your daily news limit

Please log in to continue


এখানে গেলেই পাওয়া যাবে 'মিয়া খালিফা চাপ!' চেখে দেখতে পারেন

Viral চাপ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আজব জিনিস ভাইরাল হয় সবার আগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আজব খাবারের ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে। কিন্তু, আপনি হয়তো এর আগে কখনও শোনেননি মিয়া খালিফা চাপ এবং সানি লিওনি চাপ। নেটিজেনরা এমন নামের চাপ শুনে চমকে উঠলেও, তা খেতে রীতিমতো লাইন পড়ে যায় সেই দোকানে। VEER JI MALAI CHAAP WALE নামের একটি রেস্টুরেন্টে পাওয়া যায় মিয়া খালিফা চাপ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মিয়া খালিফা চাপ পাওয়া যায় দিল্লির ডিফেন্স কলোনির VEER JI MALAI CHAAP WALE নামক এক রেস্টুরেন্টে। সেখানেই তারা সানি লিওনি ও মিয়া খালিফার নামে চাপ বিক্রি করে। কিন্তু, সেই রেস্টুরেন্টের সব পদই কিন্তু নিরামিষ। নামের জন্য সেই পদ হয়ে গিয়েছে বিখ্যাত। অভিনেতা- অভিনেত্রীদের নামে খাবার এই প্রথম নয়। এর আগেও দীপিকা পাড়ুকোন দোসাও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। টেক্সাসের এক রেস্টুরেন্ট দীপিকার নামে দোসা বিক্রি করে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়াও মুম্বইয়ের ‘নুর মহম্মদি হোটেল’ নামক রেস্টুরেন্টে নিজেদের এক চিকেন রেসিপির নাম দিয়েছেন অভিনেতা সঞ্জয় দত্তর নামে। জানা গিয়েছে যে, সঞ্জয় দত্ত নিজেই হোটেলের মালিককে চিকেনের এই বিশেষ রেসিপিটি জানিয়ে ছিলেন। এখনও সেই হোটেলে ‘সঞ্জু বাবার চিকেন’ খেতে ভিড় করেন তাঁর ভক্তরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন