![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252Fd16404f9-6a4e-4d81-89f2-9154442f8132%252F2380.webp%3Frect%3D0%252C0%252C1200%252C800%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D600%26dpr%3D1.0)
‘জোকার’ আবার আসছে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৬:০৩
আর্থার ফ্লেক চরিত্রটির কথা মনে আছে? সমাজের কশাঘাতে যে হয়ে উঠেছিল মানসিক বিকারগ্রস্ত। পেশাগত ও ব্যক্তিগত জীবনের ব্যর্থতা তাকে যুক্তরাষ্ট্রের সমাজে অপরাধে জড়াতে বাধ্য করে। এখনো যদি মনে না পড়ে, তাহলে মেরুন ব্লেজার-প্যান্টের ওপর অনেকটাই হলুদ রঙের কটি পরা আর মুখ-ঠোঁট নয়, চোখের পাশে সাদা, লাল ও নীল রঙে মাইমের মতো আবৃত সাড়াজাগানো সেই ভিলেনের কথা ভাবুন।
এবার হয়তো মনে পড়েছে সেই ‘জোকার’-এর কথা। ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো সিনেমা ছিল ‘জোকার’। এর সিকুয়েল দেখার জন্য ভক্তদের অনেক দিনের দাবি ছিল। কিন্তু পরিচালকের একটাই কথা ছিল, না, পরিকল্পনা নেই। প্রথম সিনেমার মতো দারুণ আইডিয়া পেলে ভেবে দেখবেন। অবশেষে তিন বছর পর সিনেমার ক্লাইমেক্সের মতো হঠাৎ ‘জোকার’-ভক্তদের চমকে দিলেন পরিচালক টড ফিলিপস।