মেয়াদোত্তীর্ণদের হক কথার এ কোন ধুম?
গত নির্বাচনে কোথাও কোথাও শতভাগের বেশি ভোট কাস্টিং দেখে লজ্জা লেগেছিল তখনকার সিইসি কে এম নুরুল হুদার। এতদিন পর এসে ওই লজ্জার কথা জানালেন তিনি। কেবল তাই নয়, বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না—এমন বোধের কথাও জানালেন নুরুল হুদা।
মনের কথা জানা কঠিন। তবে, দায়িত্বের ডেট এক্সপায়ারের পর বিশিষ্ট আরও কয়েকজনের মুখ বদল বেশ জমেছে গত কয়েকদিন। বদলে যাচ্ছে কথাবার্তার ধরন। বিশেষ করে সাবেক সিইসি, ভিসি, আইজিপিসহ কয়েকজনের উচিৎ কথা এমনি এমনি, নাকি এর পূর্বাপরে লুকিয়ে আছে অন্য কিছু? পদ-পদবিতে তারা মেয়াদোত্তীর্ণ হলেও তাদের কথাবার্তাও ঘটনা। কেউ একবার সেলিব্রিটি হয়ে গেলে তার বা তাদের জৌলুস একেবারে তামাদি হয়ে যায় না। তাদের হাঁচি-কাশিরও মূল্য থাকে।
মেয়াদ শেষে বিদায়ের পর গত তিন-সাড়ে তিন মাস সিন আউট অবস্থানে চলে গিয়েছিলেন বহুল আলোচিত-সমালোচিত সিইসি কে এম নুরুল হুদা। কয়েকদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানে এসে শোনালেন কিছু দামি কথা।