উৎপাদন খরচ বাড়ায় সার সংকটের শঙ্কা
দেশের সরকারি সার কারখানাগুলোতে অতিরিক্ত গ্যাস ব্যবহার করেও ইউরিয়ার প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত চার সার কারখানাকে। এরই মধ্যে সার কারখানায় ব্যবহূত গ্যাসের দাম বাড়ানো হলো ২৫৯ দশমিক ৫৫ শতাংশ। এতে রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর উৎপাদন খরচ বহু গুণে বাড়ার পাশাপাশি কৃষিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্নিষ্টরা। তাঁরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সার আমদানিতে টান পড়েছে। তার ওপর নিজস্ব উৎপাদন ব্যাহত হলে দেশের কৃষিতে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সব পর্যায়ের গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায়। সবচেয়ে বেশি বেড়েছে সার কারখানার গ্যাসের দাম- ২৫৯ দশমিক ৫৫ শতাংশ। আগে ঘনমিটার গ্যাসের জন্য সার কারখানাগুলো ৪ টাকা ৪৫ পয়সা করে দিত। এখন দিতে হবে ১৬ টাকা।