উইলসন রোগ নিয়ে কিছু কথা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১১:৪৭
উইলসন এক ধরনের বিরল প্রকৃতির জিনগত রোগ, যা মানবশরীরে কপারের পরিমাণ বাড়িয়ে দেয়। মা–বাবার কাছ থেকে সন্তানেরা এই রোগটি পেয়ে থাকে। যকৃৎ ও মস্তিষ্কের পাশাপাশি শরীরের আরও কিছু অঙ্গ এতে ক্ষতিগ্রস্ত হয়। বংশগত রোগ হওয়ায় উইলসন সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হয় না। তবে সময়মতো সঠিক চিকিৎসা করালে রোগটিকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখা যায়।
কারণ
- প্রোটিন এটিপি সেভেন বি–এর মিউটেশন বা পরিবর্তনের কারণে এই রোগ হয়।
- মা অথবা বাবার যেকোনো একজনের জিনের মধ্যে মিউটেটেড জিনের অস্বাভাবিক অনুলিপি উপস্থিত থাকতে হবে, যিনি সেটা বহন করছেন। যদি মা ও বাবা—উভয়ের মধ্যেই এই জিন উপস্থিত থাকে, তাহলেই সন্তানের উইলসন রোগ হবে।