You have reached your daily news limit

Please log in to continue


অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি

দেশে ফের ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটলো। গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিহত ও আহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সীতাকুণ্ডের বাতাস। একই সঙ্গে এমন ভয়াবহ অগ্নিদুর্ঘটনা দেখে দেশজুড়ে সাধারণ মানুষ শোকে বিহ্বল।

দেশে প্রতি বছরই ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত অগ্নিদুর্ঘটনা। এই অগ্নিদুর্ঘটনা কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। লাখ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করছে। আগুনে পুড়ে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ সম্পদ। অগ্নিদুর্ঘটনা থামবে বলে মনে হয় না। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে মোট অগ্নিদুর্ঘটনার সংখ্যা ছিল ২১,৬০১টি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১৮ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৪০৩ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন