![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F06%2F08%2Fauseliya.jpg%3Fitok%3D7mV0Zd2a%26timestamp%3D1654658212)
২৮ রানে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বড় পরাজয়
এনটিভি
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ০৯:১৫
ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। এক উইকেটেই দলীয় শতরান স্পর্শ করে শ্রীলঙ্কা। কিন্তু স্কোরবোর্ডে ১০০ রান তোলার পরপরই পাল্টে যায় দৃশ্যপট। তাসের ঘরের মতো ভাঙতে থাকে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ধসে পরের ২৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।
কলম্বোর আর প্রেমাদাসায় গতকাল মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।