পরিবেশ সনদ নেই চার মাস, বর্জ্য যায় হালদায়
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে যে হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি কনটেইনার বিস্ফোরিত হয়েছে, সেই রাসায়নিক উৎপাদন করা হচ্ছে হাটহাজারী উপজেলার সীমান্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পাহাড়ঘেরা ঠাণ্ডাছড়ি এলাকায় আল রাজি কেমিক্যাল কমপ্লেক্সে। বর্জ্য শোধনাগার (ইটিপি) না করায় পরিবেশ অধিদপ্তর গত ফেব্রুয়ারির পর আর কারখানাটির পরিবেশ সনদ নবায়ন করেনি।
কারখানাটি বিএম কনটেইনার ডিপোর মূল কম্পানি স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান। আল রাজি কেমিক্যালের বিরুদ্ধে টিলা ও পাহাড় কেটে কারখানা স্থাপনের অভিযোগ করেছে স্থানীয় ভূমি অফিস। ২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার দায়ে তাদের ছয় লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছিল। এই কারখানার বর্জ্য প্রাকৃতিক নালা দিয়ে হালদা নদীতে গিয়ে মিশছে বলেও একাধিকবার অভিযোগ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরে।