বিশ্বে খাদ্য সঙ্কটের জন্য রাশিয়াকে দুষল ইইউ, রুশ দূতের ওয়াকআউট
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বিশ্বজুড়ে চলমান খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। এতে বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। নিউ ইয়র্কে সোমবার এ বৈঠক হয়।
বৈঠকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, মস্কো খাদ্য সরবরাহকে উন্নয়নশীল বিশ্বের বিরুদ্ধে ‘গুপ্ত ক্ষেপণাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে এবং মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।
এরপরই পাল্টা অভিযোগ করে রুশ দূত নেবেনজিয়া বলেন, “মিশেল মিথ্যা ছড়াচ্ছেন।”
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেইনের সবগুলো বন্দরের দখল নিয়ে নিয়েছে। যে কারণে সমুদ্র পথে ইউক্রেইনের রপ্তানি বাণিজ্য শূন্যে নেমে এসেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে