ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেল ক্যাটারিং প্রবেশ করল ভারতে
দায়িত্ব পালনের সীমানা পেরিয়ে ঘুমন্ত অবস্থায় ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ রেলওয়ের দুই ক্যাটারিং।
মঙ্গলবার (০৭ জুন) ভোরে বহুল কাঙ্ক্ষিত আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।
রেলওয়ে সুত্রে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিংয়ের (খাবার পরিবেশক) দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাহারুল ইসলাম (৪০) ও রেজওয়ান (১৯) নামের দুই ব্যক্তি। তাদের সীমানা চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত থাকলেও ঘুমে অচেতন থাকায় চিলাহাটির ৩০ মিনিট যাত্রা বিরতিতে নামতে পারেনি তারা। বাংলাদেশ সীমানা ছেড়ে সীমান্ত রেল করিডোর গেট অতিক্রম করার পর সেখানে তল্লাশি করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেই তল্লাশির সময় ট্রেনের একটি কামড়ায় ঘুমন্ত অবস্থায় দেখে তাদের হেফাজতে নেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবৈধ প্রবেশ
- মিতালী এক্সপ্রেস