কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিপাটি খাওয়ার ঘর

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ জুন ২০২২, ২১:৩৭

সারা দিনের পরিশ্রম শেষে পুরো পরিবারের এক হওয়ার জায়গা মূলত খাওয়ার ঘর বা ডাইনিংরুম। এ ঘরটি তাই হওয়া চাই একদম পরিপাটি। দেয়ালের রং, আসবাবের সাজসজ্জা, পর্দা, আলোছায়ার পরিমাণ—সবকিছু বিবেচনায় রেখে গুছিয়ে নিতে পারেন আপনার বাসার খাওয়ার ঘরটি।



টিপটপ ডাইনিং টেবিল
খাওয়ার ঘরটি ছোট হলে গোল আর বড় হলে লম্বা ডাইনিং টেবিল বেছে নিন। ডাইনিং টেবিলের ওপর গাদাগাদি করে চামচের স্ট্যান্ড, প্লেট, বাটি এসব রাখা এড়িয়ে চলুন। এগুলো ডাইনিংরুমে ছোট্ট একটি ট্রলিতে রাখুন। তাতে খাওয়ার ঘরের প্রয়োজনীয় জিনিস একসঙ্গে এক জায়গায় থাকবে আর টেবিলও থাকবে পরিপাটি। টেবিলের মাঝ বরাবর সুতির কাপড় বা শতরঞ্জির রানার এবং প্রতি চেয়ারের সামনে প্লেস ম্যাট বিছিয়ে রাখুন। এতে খাওয়ার পরও টেবিল পরিষ্কার থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও