ডিপোতে বিস্ফোরণকে নাশকতা বলে দায় চাপানোর চেষ্টা চলছে
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এত বড় একটি দুর্ঘটনাকে নানা ধরনের রাজনৈতিক প্রলেপ দেওয়ার চেষ্টা হচ্ছে। দুর্ঘটনাটিকে নাশকতা বলে কোনো একটা পক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যাবে, কোনো কারখানা বা প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটলে তা নাশকতা বলে চালানোর চেষ্টা করা হয়। এখানে কোথাও নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। পুরোপুরি কারখানা ব্যবস্থাপনার গাফিলতিতে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি।’