![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F95659491-54d9-42d1-a9a4-3f5d8e8551c0%252Frussia_ukraine_conflict.jpg%3Frect%3D28%252C0%252C2372%252C1334%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
রাশিয়াকে চাপে রেখে কতটা ফল পাবে পশ্চিম
এ বছরটা রাশিয়ার বিড়ালদের জন্যও ভালো গেল না। গত ৩ মার্চ ইন্টারন্যাশনাল ফেলিন ফেডারেশন আন্তর্জাতিক বিড়াল প্রদর্শনীতে রুশ বিড়ালের অংশগ্রহণকে নিষিদ্ধ করেছে। রুশ বিড়াল কেন নিষিদ্ধ করা হলো? এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ফেডারেশন ‘কিছু করতে’ পারেনি, তাই এর মধ্য দিয়ে তারা ‘কিছু একটা’ করল।
এরপর অল ইংল্যান্ড লন টেনিস অ্যাসোসিয়েশন এপ্রিলে উইম্বলডন টুর্নামেন্টে রুশ অ্যাথলেটদের নিষিদ্ধ করে। এর কারণ হিসেবে অ্যাসোসিয়েশন বলেছে, এই টুর্নামেন্টে রুশ টেনিস খেলোয়াড়েরা যোগ দিতে পারলে সেটি ‘রুশ প্রোপাগান্ডার লাভ’ হবে। যে খেলোয়াড়দের বেশির ভাগই রাশিয়ার বাইরে বড় হয়েছেন এবং রাশিয়ায় আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই, তাঁরা এ খেলায় যোগ দিলে কীভাবে রুশ প্রোপাগান্ডার লাভ হবে, সে বিষয়ে অ্যাসোসিয়েশন অবশ্য বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।