কত আয় থাকলে ইউরোপে নিজেকে ধনী দাবি করতে পারবেন?

www.tbsnews.net প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১৮:৩৬

মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে, 'আমি আসলে কতটা ধনী? 'অন্যদের চাইতে আমার আর্থিক অবস্থা কতটা ভালো? আমি কি আমার বয়সী গড়পড়তা বাকিদের তুলনায় কম উপার্জন করছি? নাকি বেশি উপার্জন করছি?' এরকম নানা প্রশ্ন কমবেশি সবার মনেই উঁকি দেয়।


সম্প্রতি স্বাধীন সংগঠন L'Observatoire des Inégalités ফরাসি সমাজের বৈষম্য নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে। ঠিক কী পরিমাণ টাকা থাকলে আপনি নিজেকে ধনী বলতে পারবেন, তার একটি সংজ্ঞা নির্ধারণ করেছে তারা।


সংগঠনটির ভাষ্যে, নিজেকে ধনী বলতে চাইলে একজন ব্যক্তির অবশ্যই মাসিক সর্বনিম্ন ৩,৬৭৩ ইউরো আয় থাকতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ৬১ হাজার টাকার সামান্য বেশি। বলে রাখা ভালো, আয়ের এই অংকটি গড়পড়তা ফরাসি নাগরিকের (যা সংখ্যায় ৪.৫ মিলিয়ন) মাসিক আয়ের দ্বিগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও