‘তিন বছরে ১০ লাখ টন ভোজ্যতেল দেশেই উৎপাদিত হবে’
আগামী তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ অর্থাৎ ১০ লাখ টন দেশেই উৎপাদিত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৭ জুন) সচিবালয়ে ভোজ্যতলের বিদেশ নির্ভরতা কমাতে নেওয়া পরিকল্পনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমানে দেশে ভোজ্যতেলের চাহিদার ১২ ভাগ উৎপাদিত হয় বলেও অনুষ্ঠানে জানানো হয়।