![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F9931463b-be97-410e-bf01-e066191829e2%252FFUW_zaPWIAA6qkc.jpg%3Frect%3D0%252C0%252C1024%252C576%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
পচেত্তিনো প্রতি সপ্তাহে একবার ছাঁটাই হন
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১৬:২৯
দরজা খুলেই রেখেছে পিএসজি। মরিসিও পচেত্তিনোর এখন শুধু হেঁটে চৌকাঠ পেরোলেই চলবে। পিএসজিতে পচেত্তিনো-যুগটা দেড় মৌসুমেই শেষ হবে বলে গুঞ্জন। দেড় মৌসুমে ক্লাবের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি পচেত্তিনো।
দুই মৌসুমে জিতেছেন একটি লিগ শিরোপা। যে দলে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে আছে, সে দলের জন্য এটাকে ব্যর্থতা হিসেবে দেখা হয়। তাই মৌসুম শেষ হওয়ার আগেই পচেত্তিনোকে বাতিল করে দেওয়া হচ্ছে।