![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F6a8a1a8f-1301-475b-985e-1168fd1027eb%252Fcfb08c99bb4afda9032535b45d4669b3_original.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
কে কের প্রতি কবীর সুমনের ভালোবাসা
মুম্বাই থেকে কলকাতা শহরে কনসার্টে গাইতে এসে মৃত্যুকে বরণ করে নেন ভারতের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে। কে কের এভাবে মৃত্যুর বিষয়টি মানতে পারছেন না তাঁর ভক্তকূল ও সহকর্মীরা। গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না ভারতের বর্ষীয়ান গীতিকার, সুরকার ও গায়ক কবীর সুমনও। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর প্রয়াত গায়ককে নিয়ে প্রথমবার ফেসবুকে পোস্ট দিলেন সুমন। নিজের ফেসবুকে দেওয়া পোস্টেই থেমে থাকেননি তিনি, গতকাল সোমবার কে কের জন্য কণ্ঠে গানও তুলে নিলেন।
‘এ কে কে কেমন কে কে এই শহরে মরতে আসে, জেনে নাও কৃষ্ণকুমার, এ গান তোমায় ভালোবাসে// তোমাকে চিনতাম না, জানতাম না তুমি এমন, আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন, শেষ গান গাইছ, মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে/ এসেছ আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী, কোনো এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী/ এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি, বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি, ফিরবে তাঁদের কাছেই যেমন স্মৃতি ফিরে আসে/’ কবীর সুমন। শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার নিজের গলায় গানও গাইলেন কবীর সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে কবীর সুমনের গাওয়া এই গান বেশ আলোচিত হয়েছে।