![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/06/07/mayor-muktar-ali-arani-070622-01.jpg/ALTERNATES/w640/mayor-muktar-ali-arani-070622-01.jpg)
রাজশাহীর সেই পৌর মেয়র ফের গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রবিউল ইসলাম জানান।
তিনি বলেন, “মেয়রের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”