কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উচ্চাভিলাষী রাজস্বের ঝুঁকি থাকছে এবারের বাজেটে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৯:০৭

হাতে টাকা-পয়সা কম। তারপরও নতুন অর্থ বছরে সরকার অনেক বেশি খরচের পরিকল্পনা করছে। এ জন্য বড় অঙ্কের ধারের পাশাপাশি কর আদায়ের মাধ্যমে বাড়তি টাকা জোগাড়ের কথা ভাবা হচ্ছে। সুদ দিলে হয়তো ব্যাংক আর উন্নয়ন সহযোগীদের থেকে ধার পাওয়া যাবে। কর আদায় করে কাঙ্ক্ষিত টাকার সংস্থান করার বিষয়টিতে ঝুঁকি রয়েছে।


আসছে বাজেটে বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করা হলেও এ টাকা আদায়ের জন্য যে প্রস্তুতি, পরিকল্পনা বা কৌশল নেওয়ার কথা, তার কোনো রোডম্যাপ বা পথনকশা আসছে বাজেটে নেই বলে জানা গেছে। ফলে সরকারের উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যপূরণ নিয়ে এরই মধ্যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে।


দেশের ব্যবসায়ী ও রাজস্ব খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, যারা কর দিচ্ছেন, প্রতিবছর তাঁদেরই ধরছে এনবিআর। দেশে যে ছোট বড় অন্তত চার কোটি ব্যবসায়ী আছেন, তাঁদের করের আওতায় আনতে দৃশ্যমান কোনো পদক্ষেপের কথা শোনা যাচ্ছে না। ফলে রাজস্ব আয়ের স্বপ্ন অধরাই থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও