You have reached your daily news limit

Please log in to continue


বাবার খোঁজে অবুঝ শিশু ফাইজা, দিল ডিএনএ

১১ মাস বয়স তার। নাম ফাইজা রহমান। পৃথিবী কি তাও এখনো বোধগম্য হয়নি তার। শুধু বা…বাবা…বা..বা.. ডাকতে শিখেছে। এই যে তার মুখে বা..বা ধ্বনি, সেটাও বুঝতে শিখেনি এই অবুঝ শিশু।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর থেকে আবদুস সোবহান রহমানের খোঁজ নেই। এই আবদুস রহমান ফাইজার বাবা। সব হাসপাতাল খুঁজেও স্বজনরা আবদুস সোবহানকে সন্ধান করতে পারেননি। পরে মা ইশপাহান সুলতানার কোলে করে ডিএনএ দিতে এসেছে ফাইজা রহমান। আবদুস সোবহান রহমান চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আইসিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৬ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্রে ফাইজা রহমানের নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন