You have reached your daily news limit

Please log in to continue


শেষ ট্রেন ছেড়ে গেল! ‘রাতের শহর’-এ বিপদে বনি-কৌশানী

বনি সেনগুপ্তরও নাকি অতীত আছে! বনির ‘প্রাক্তন’ও ছিলেন? সেই সব গল্প নাকি লুকিয়ে রাতের শহরে।

বনি নাকি খুব ভাল শ্যুটার। বন্দুকবাজিতে সোনার মেডেল পেয়েছেন। ভাল বন্দুক চালানো থেকেই জড়িয়ে পড়েছিলেন মাওবাদীদের সঙ্গে। তখন বেশ কিছুটা সময় তাঁকে শহর থেকে দূরে সরে যেতে হয়েছিল। তখনও তাঁর জীবনের সঙ্গিনী প্রাক্তন হয়ে যাননি! এখনকার মতো তখনও বনি পরিবারকে ভালবাসেন।এক দিন বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছে। তখনই তিনি মুখোমুখি কৌশানী মুখোপাধ্যায়ের।

দু’জনের মাথায় তখন একটাই চিন্তা, বাড়ি ফিরবেন কী করে? সেই রাতে একসঙ্গে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। লম্বা ‘জার্নি’তে উঠে আসে তাঁদের অতীত জীবন। অতীত ভুলে আঁকড়ে ধরেন একে অপরকে। সেই থেকে বনি-কৌশানী একে অন্যের ছায়া। সত্যিই কি এ রকমই কিছু ঘটেছিল? পরিচালক সায়ন বসু আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, এ রকমই কিছু তিনি ঘটাতে চলেছেন তাঁর চতুর্থ ছবি ‘রাতের শহর’-এ। যেখানে ফের জুটিতে বনি-কৌশানী। এবং বনির প্রাক্তন হিসেবে উঠে এসেছে দু’জনের নাম। পায়েল সরকার এবং লহমা বিশ্বাস। ছবির নাম ‘রাতের শহর’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন