অশ্রুসিক্ত নয়নে বাবার চিতায় দুই কন্যার আগুন
অসুস্থ স্ত্রীকে রাতে কল করে ওষুধ খেয়ে ঘুমাতে বললেন ফায়ার সার্ভিসের কর্মী নিপন চাকমা। স্ত্রী ওষুধ খেয়ে ঘুমালেও শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনের খবরে সেখানে চলে যান তিনি। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান। ঘুম থেকে উঠে স্বামীর মৃত্যুর খবর পান সুমনা চাকমা। এরপর থেকেই থামছে না আহাজারি। নিপন চাকমা ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনে লিডার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙামাটির কলেজ গেট এলাকার মন্ত্রীপাড়ার বাসিন্দা।
সোমবার (৬ জুন) সকালে তার লাশ নিজ জেলায় নেওয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বিভাগীয় শ্রদ্ধা। এরপর বাড়িতে নেওয়া হয় লাশ। দুপুরে দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। অশ্রুসিক্ত নয়নে বাবার চিতায় আগুন দেয় বড় মেয়ে প্রগতি চাকমা ছোট মেয়ে উন্নতি চাকমা। এ সময় পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন।