সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ডিপোর মালিক মুজিবুর রহমানসহ জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। তাদের অভিযোগ, রাসায়নিক দ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা সরকারের তল্পিবাহক হয়ে তাদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন বলেই এ ধরনের কর্মকাণ্ড করতে পারছেন।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিকদের একজন মুজিবুর রহমান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা।