‘সাইবার হামলায়’ বন্ধ ছিল রাশিয়ার গৃহায়ন মন্ত্রণালয়ের সাইট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৭:৩৭
রাশিয়ার নির্মাণ, গৃহায়ন ও উপযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিছু সময়ের জন্য বন্ধ ছিল। বর্তমানে অনলাইনে ফিরলেও সাইটটি সম্ভবত সাইবার হামলার শিকার হয়েছিল।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু সময়ের জন্য ইন্টারনেটে মন্ত্রণালয়টির ওয়েবসাইটের খোঁজ করে ইউক্রেইনীয় ভাষায় লেখা ‘গ্লোরি টু ইউক্রেইন’ পোস্ট দেখতে পাচ্ছিলেন অনুসন্ধানকারীরা।
মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ‘আরআইএ’ রোববার জানিয়েছে, সাইটটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত আছে।
হ্যাকাররা ব্যবহারকারীদের ডেটা ফাঁস না করার বদলে মুক্তিপণ চাইছে বলে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে– এ কথাও বলেছে আরআইএ। রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যমটি অন্য কোন সংবাদমাধ্যমের কথা বলেছে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।