মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় দেশে সফল অস্ত্রোপচার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৭:০১
ঢাকায় দুই দিনে মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় তিনটি সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারগুলো গড়ে ৪৫ বছর বয়সী তিন জন রোগীর ওপর করা হয়েছে। এর মধ্যে দু’জন পারকিনসন্স রোগে ও আরেকজন সাধারণ ডাইস্টোনিয়ায় আক্রান্ত।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস)–এর নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং ভারতের গুরুগ্রাম, দিল্লি-এনসিআর এর মেদান্তা ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের নিউরোসার্জারি বিভাগের সহযোগী পরিচালক ডা. অনির্বাণ দ্বীপ ব্যানার্জী অস্ত্রোপচারগুলো সম্পন্ন করেন। তাদের সহযোগিতায় ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস–এর একদল নিউরোলজিস্ট।