![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252Ffc09f205-fc3f-4f92-924b-126d6429c4e2%252Fdecfe493_276715_P_9_mr.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কেমন বাজেট চাই: পশ্চাৎ–সংযোগ শিল্পে সুবিধা দরকার
পশ্চাৎ-সংযোগ শিল্প গড়ে তুলতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কর অবকাশ সুবিধা দেওয়া দরকার। দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনে প্রণোদনাও দিতে পারে সরকার।
বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে ২০১১ সালে চট্টগ্রামে ম্যাফ শুজ লিমিটেড নামের কারখানা গড়ে তুলি। রপ্তানিতে এই খাতের ব্যাপক সম্ভাবনা থাকলেও কাঁচামালের ৯০ শতাংশই আমদানি করতে হয়। দেশে চামড়াবিহীন জুতার পশ্চাৎ-সংযোগ শিল্প গড়ে উঠলে রপ্তানি আয় বাড়বে। আবার প্রচুর কার্যাদেশও নেওয়া সম্ভব হবে। এ জন্য বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া দরকার।
পশ্চাৎ-সংযোগ শিল্প গড়ে তুলতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কর অবকাশ সুবিধা দেওয়া দরকার। দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনে প্রণোদনাও দিতে পারে সরকার। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আমরা এখন রপ্তানির কার্যাদেশ পাওয়ার পর কাঁচামাল আমদানি করি চীন থেকে। ঋণপত্র খুলে কাঁচামাল আমদানি করতে ২৪-২৫ দিনের মতো সময় লাগে। কোনো কারণে চীনের বন্দরে সমস্যা হলে বা কোথাও জট হলে এই সময় আরও বেড়ে যায়।