You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে ঘর সাজালে পরিষ্কার করা সহজ

আসবাবপত্র কেনার সময় খেয়াল রাখা দরকার সেটা যেন পরিষ্কার করা সহজ হয়।

ঘর সাজানোর ক্ষেত্রে মানুষ নিজের পছন্দমতো আসবাবপত্র কেনেন। পরে সেই আসবাবের ধরন অনুযায়ী নির্ধারিত হয় কীভাবে পুরো ঘর পরিষ্কার করতে হবে।

তবে রিয়েলসিম্পল ডটকম’য়ের গৃহসজ্জাবিষয়ক বিশেষজ্ঞ ও সম্পাদক কেইটি হোল্ডিফেহর বলেন, “ব্যাপারটা উল্টো হলে কেমন হয়? ঘরদোর পরিষ্কার করা যাতে সহজ হয় সেই কথা মাথায় রেখে আসবাবপত্র কেনা কি সম্ভব নয়!”

যদি এমনভাবে ঘর সাজাতে চান যাতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ হয় তাহলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলোও জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন