বাজারে নজরদারি বাড়াতে হবে: সিপিডি
গত বছরের তুলনায় এ বছর চাল ৬০ লাখ টন বেশি আমদানি হয়েছে। ধানের মৌসুমে ধানও কৃষকের ঘরে উঠেছে। তারপরও বাজারে চালের দাম চড়া। এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধির পেছনের কারণ খুঁজে বের করতে বাজারে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পাশাপাশি ডলারের বাজারেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সরকারি সংস্থার পাশাপাশি কার্যকর নজরদারির জন্য বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে সিপিডি।
'বাংলাদেশের অর্থনীতি ২০২১-২২: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা' প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।