পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকায় জেলেনস্কি

ডয়েচ ভেল (জার্মানী) ইউক্রেন প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১০:০১

ঝাপোরিজঝিয়ায় এখনো তীব্র লড়াই চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সেই অঞ্চল পরিদর্শন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সমস্ত অঞ্চল ঘুরে রোববার রাতের দৈনিক ভিডিওবার্তায় তিনি প্রচুর পরিমাণে মানবিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। লিসিচানস্ক এবং সোলেদার বলে দুইটি জায়গায় এদিন বেশ কিছু সময় কাটান জেলেনস্কি। তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সেনা প্রধান ওলেখজান্ডার স্তারুখ।


জাতীয় পুলিশ বাহিনীর স্থানীয় প্রধানও ছিলেন প্রেসিডেন্টের সঙ্গে। জেলেনস্কি জানিয়েছেন, ওই অঞ্চলের প্রশাসন, সেনা এবং স্থানীয় মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তিনি তাদের সঙ্গে হাত মেলাতে পেরে গর্বিত বোধ করছেন। বোমা বর্ষণের মাঝেই যে হাসপাতালে চলে চিকিৎসা দরজায় চড়ে ‘নরক’ থেকে হাসপাতালে যুদ্ধাহত সৈনিক ইগর বলছিলেন, ‘‘আমরা নরক থেকে এখানে এসেছি৷’’ বাখমুতের এই হাসপাতালে তিনি এসেছেন বাঁচার আশায়৷ হাতে গোনা কয়েকজন ডাক্তার এবং প্যারামেডিক্স প্রাণপণ লড়ছেন তাদের বাঁচাতে৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত